শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচবি ফাইনান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েসন আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

চবি ফাইনান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েসন আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

নাহিদ উল আলম, চবি প্রতিনিধিঃ এবার জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে চট্টগ্রামে আরো একটি জমজমাট অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ফাইনান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েসন। ১৩-১৪ জুন, শুক্র এবং শনিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ বিতর্ক সংগঠন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘Communication In Action-II’। চট্টগ্রামে এই নিয়ে ২য় বারের মত আয়োজিত হতে যাচ্ছে অস্ট্রেলেশিয়ান ফরম্যাট এ জাতীয় পর্যায় ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতার দুই দিন আয়োজিত হবে চট্টগ্রাম শহরের পাচলাইশ এ অবস্থিত ‘স্কুল অফ সায়েন্স , বিজনেস এন্ড হিউমেনিটিজ (এস এস বি এইচ)’ ক্যাম্পাস এ। ১ম দিন আয়োজিত হবে প্রতিযোগিতার প্রথম ৪ টি রাউন্ড। ২য় দিন জমজমাট ফাইনাল রাউন্ড এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে চট্টগ্রাম এর সর্ব বৃহৎ এই বিতর্ক প্রতিযোগিতার। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত সাবেক ডীন জনাব ডক্টর আবু তাহের। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করতে যাচ্ছে বাংলাদেশ এর প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় , কলেজ এবং স্কুল পর্যায়ের স্বনামধন্য ইংরেজি বিতার্কিকদের সমন্নয়ে গঠিত ২৪ টি দল। উক্ত প্রতিযোগিতায় কো স্পন্সর হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এম বি এ অ্যাসোসিয়েশন, রোটারি ক্লাব চিটাগং এবং এক্সিকিউটিভস কেয়ার। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সুপ্রভাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ, দি ডেইলি স্টার, এবং বিডি সময় ২৪.কম।

আরও পড়ুন

সর্বশেষ