শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েতারেকের বক্তব্য সঠিক সময়ে সঠিক আঘাত

তারেকের বক্তব্য সঠিক সময়ে সঠিক আঘাত

image_95807_0ঢাকা: তারেক রহমান সঠিক সময়ে সঠিক জায়গায় আঘাত করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের বক্তব্য নিয়ে অনেকের কথা থাকলেও আমি বলবো তিনি সঠিক সময়ে সঠিক জায়গায় আঘাত করেছেন। অনেকেই বলছেন এতোদিন পর কেন বলা হচ্ছে ? বিলম্বে বলার কারণে প্রমাণ হয় যে তারেক রহমানের বক্তব্য অসাড় বা অসত্য নয়। তিনি সঠিক বলেছেন।’

ফেনীতে আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যাকাণ্ডে স্থানীয় তাঁতীদল নেতা মাহাতাব চৌধুরী মিনারকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় জড়ানো এবং তার মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বেলাল আহমেদ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জাপান সফর করে এসে প্রধানমন্ত্রী বিচার বিভাগ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে তাকে সুস্থ বলা যায় না। তাকে উন্মাদ বলা উচিৎ। এর আগেও হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে তাকে রং হেডেড বলেছিল।’

তিনি বলেন, ‘বিচার বিভাগ নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ার পরেও তাকে কেনো আমার মত তলব করা হলো না। আমি তো আদালতের পক্ষে বলেছিলাম। যদিও সে মামলা এখন ডিসমিস হয়ে গেছে।’

দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ শেখ হাসিনার বিদায় চায় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘শেখ হাসিনা একটা জায়গায় সফল হয়েছে। সকল ক্ষেত্রে কিছু চাটুকার তৈরি করতে পেরেছেন।’

নারায়গঞ্জের ৭ খুনের ঘটনার পর স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী যেসব কথা বলেছেন তার জন্য তাকে ‘নাবালক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী’ আখ্যা দেন গয়েশ্বর।

ফেনীর অনুষ্ঠান ঢাকাতে করায় দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে গয়েশ্বর আরো বলেন, ‘আমাদের নেতৃত্বে ও সাংগঠনিক দুর্বলতার কারণে ঢাকায় এ অনুষ্ঠান করতে হচ্ছে। নইলে সেখানে যতো বিএনপির নেতাকর্মী সমর্থক শুভানধ্যয়ী রয়েছে তারা যদি রাত ১২টা ১ মিনিটে প্রস্রাব করতো তাতেই আওয়ামী লীগ ভেসে যেত।’

আরও পড়ুন

সর্বশেষ