শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

DSC_0241ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র উদ্যোগে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের তত্ত্বাবধানে ও যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম এর সহযোগিতায় বিশ্ব রক্তদাতা দিবস-২০১৪ উদযাপন করা হয়।  দিবসটির উদ্বোধন করেন  নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দিন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রেডক্রিসেন্ট চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচি শেষে দিবসটির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ শফিউল আজম এর সভাপতিত্বে এবং যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ-প্রদান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সঞ্চালনায় রেডক্রিসেন্ট চত্বরে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও বিসিবি এর পরিচালক আ. জ. ম. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা রেডক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক আ. ক. ম  শামশুজ্জামান চৌধুরী, সিটি রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক এইচ. এম. সালাউদ্দিন। বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট কার্যকরী পরিষদ সদস্য আব্দুল জববার, সিটি ইউনিট এর কার্যকরী পর্ষদ সদস্য সাফকাত জাহান, হাজেরা তজু বিশ্ববিদ্যালয়DSC_0228 কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন, ফাতেমা বেগম রেডক্রিসেন্ট রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. মিনহাজ উদ্দিন তাহের, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান কাজী তৌফিকুল আজম। অনুষ্ঠানে ইউনিটের আজীবন সদস্য, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম এর কার্যকরী পর্ষদ সদস্য, প্রাক্তন কার্যকরী পর্ষদ সদস্য, মুক্তদল সদস্য, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম এর আওতাধীন বিভিন্ন স্কুল কলেজ ইউনিট এর সদস্য বৃন্দ, জেমিসন হাসপাতালের ডাক্তার, নার্স, মিডওয়াইফারি ও নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় আ. জ. ম. নাছির উদ্দিন বলেন, নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফাতেমা বেগম রক্তদান কেন্দ্র দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে । যার ফলে চট্টগ্রাম এ রক্তের চাহিদা অনেকখানি লাঘব হচ্ছে। যেহেতু রক্তের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই রক্তের চাহিদা পূরণে আরও বেশি কাজ করতে হবে। তিনি ফাতেমা বেগম রক্তকেন্দ্র ও জেমিসন হাসপাতালের উন্নয়নের সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।ডা. শেখ শফিউল আজম বলেন, রেডক্রিসেন্ট দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ যাচ্ছে। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রক্তের চাহিদা পূরণ করা। চট্টগ্রাম এর রক্ত চাহিদা পূরণে রেডক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা সভাশেষে  শীর্ষ রক্তদাতাকে সম্মাননা  প্রদান করা হয়। এছাড়া ও রক্ত সংগ্রহের জন্য তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও তিনজন যুব সদস্যকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ