শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়বজ্রপাতে নওগাঁয় ৬ জনের মৃত্যু

বজ্রপাতে নওগাঁয় ৬ জনের মৃত্যু

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে, এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ২৯ জন। উপজেলায় সরস্বতীপুর এলাকায় ধানের হাটে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার শাজাদপুর গ্রামের কৃষক আজিজার রহমান (৪০), মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের পূর্ব পাড়ার শামসুল আলম (৩৫), একই উপজেলার গাসরা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ইয়াকুব আলী (২২), ভিমপুর গ্রামের মৃত মহিদ ‍আলীর ছেলে আফজাল হোসেন (৪৪), বান্দইল গ্রামের মৃত সাহেব আলী মণ্ডলের ছেলে জসিমউদ্দিন (৪০) ও ভ্যানচালক একই উপজেলার চৌমাছিয়া গ্রামের হাফিজুর রহমান (৪২)।

স্থানীয়রা জানান, শুক্রবার ওই এলাকায় হাটবার থাকায় সকাল থেকেই কৃষকরা ধান নিয়ে হাটে জমা হতে থাকেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জসিমউদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতরা মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টা ধরেই এ অবস্থা চলছে। এই ঘটনার শিকার প্রত্যেকেই হাটুরে ছিলেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল ‍আমিন fজানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ