শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়দুস্থদের মাঝে খালেদা জিয়ার খাবার বিতরণ

দুস্থদের মাঝে খালেদা জিয়ার খাবার বিতরণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর ‘রাজধানী স্কুল’ মাঠসহ ২৪টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া। শুক্রবার বেলা সাড়ে ১১টার কিছু পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী স্কুল মাঠ থেকে এ খাবার বিতরণ শুরু করেন তিনি।এখানে খাবার বিতরণের পর ক্রমান্বয়ে মোহাম্মদপুরের টাউন হল, শহীদ পার্ক মাঠ, ধানমণ্ডির মেডিনোভা হাসপাতাল সংলগ্ন প্রাঙ্গণে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন। এরপর কলাবাগানের কুপার্স, নিউমার্কেট, পল্টন কমিউনিটি সেন্টার, পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও কার্যালয়ের জিয়া মঞ্চে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

এখানে জুমার নামাজের বিরতির পর শান্তিনগর বাজার, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবন সংলগ্ন প্রাঙ্গণ, মাহবুব আলী মিলনায়তন, মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টার, কমলাপুরের আইসিডি টার্মিনাল, সেগুনবাগিচা স্কুল, কচিকাঁচা কমিউনিটি সেন্টার, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট প্রাঙ্গণ, গুলিস্তানের কাপ্তান বাজার শপিং কমপ্লেক্স, নবাবপুরের মদনপাল লেন, ধোলাইখালের লিংক রোড মোড়, ধোলাইখাল মোড়, নয়াবাজার দলীয় কার্যালয়, বংশাল কার্যালয়ের সম্মুখে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার দিনভর খাবার বিতরণ শেষে মাগরিবের নামাজের পর খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, খাবার বিতরণ কর্মসূচি আগামী শনি ও রোববারও চলবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ