শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......মোদির প্রথম অফিস

মোদির প্রথম অফিস

রাইসিনা হিলসের সামনে দক্ষিণ ব্লকে প্রধানমন্ত্রী কার্যালয়ে নবনির্বাচিত ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অফিস করলেন নরেন্দ্র মোদী। সাত সকালেই প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন মোদি। কার্যালয়ে এসেই তিনি ৫০ বছর আগে নিহত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি তার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। দুপুরে  পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও আফগানিস্তানের প্রধানমন্ত্রী হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন।  এছাড়া বিকালে মন্ত্রী হিসেবে শপথ নেয়া ৪৫ সদস্যের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রেসিডেন্ট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে (ফোরকোর্টে) আয়োজিত অনুষ্ঠানে  প্রেসিডেন্ট প্রণব মুখার্জির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন  মোদী।
আরও পড়ুন

সর্বশেষ