মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনছেলের লাশ নিয়ে চট্টগ্রামে বাবার বিক্ষোভ

ছেলের লাশ নিয়ে চট্টগ্রামে বাবার বিক্ষোভ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বাসায় ‘রহস্যজনক’ মৃত্যুর শিকার গৃহকর্মী মো. জাকির হোসেনের (১২) লাশ নিয়ে বিক্ষোভ করেছে তার স্বজনরা। শনিবার বিকেল ৪টার দিকে জাকিরের লাশ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নিয়ে আসা তারা বাবাসহ স্বজনরা। এসময় জাকিরের বাবা নূর হোসেন উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বৈদ্যুতিক শর্টসার্কিট দিয়ে তার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এসময় তিনি কোতয়ালী থানা পুলিশ মামলা নেয়নি বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

লক্ষীপুর জেলা সদরের সৈয়দপুর গ্রামের নুর হোসেনের সন্তান জাকির চট্টগ্রাম নগরীর সিএন্ডবি মসজিদ কলোনীর ৬/২ ভবনের নিচতলায় গৃহায়ন ও গণপূর্ত বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী নওশাদ জামানের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।

শুক্রবার দুপুরে ওই বাসায় জাকিরের রহস্যজনক মৃত্যু হয়। প্রকৌশলীর পরিবারের দাবি, দুপুরে বাসার ছাদের রেলিং এর সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জাকির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ