সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সকল আলোচনা সংসদেই হওয়া উচিত

সকল আলোচনা সংসদেই হওয়া উচিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও দশম সংসদে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বোটক্লাবে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের সকল আলোচনা সংসদেই হওয়া উচিত। সংসদের বাইরের কোনো আলোচনা গণতন্ত্রকে সুসংহত করতে পারে না।

তিনি আরো বলেন, সংসদ বর্জনের ধারা থেকে বেরিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত সব সংসদ অধিবেশনে বিরোধী দলের সাংসদদের উপস্থিতি সংসদকে আরো প্রাণবন্ত করে তুলেছে।

পিএইচপি গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট পিডিজি কিসাবা সানকারা পিল্লাই, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ভিসি ফাহিমা আজিজ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ