সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিনা টিকেটে ট্রেনে উঠায় ৪৩ জনকে জরিমানা

বিনা টিকেটে ট্রেনে উঠায় ৪৩ জনকে জরিমানা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিনা টিকেটে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে ভ্রমণের দায়ে আখাউড়ায় ৪৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খুরশিদ শাহরিয়ার তাদের এই জরিমানা করেন।

আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ওসি মো. সাইদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ট্রেনে টিকেট ছাড়া ভ্রমণের দায়ে ৪৩ জনকে আটক করা হয়। পরে রেলওয়ে স্টেশনে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৩৯০ টাকা করে জরিমানা করেন। এ সময় দ-প্রাপ্তদের কাছ থেকে নগদ ১৬ হাজার ৭শ’ ৭০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খুরশিদ শাহরিয়ার বলেন, জনসচেতনতায় আমাদের এই অভিযান চলবে।

আরও পড়ুন

সর্বশেষ