সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়রওশনের রাজনৈতিক সচিব হলেন গোলাম মসীহ

রওশনের রাজনৈতিক সচিব হলেন গোলাম মসীহ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সুযোগ বুঝে মাত্র চার মাসের মাথায় গোলাম মসীহ ফিরে এলেন তার সাবেক দলে। দলে যোগ দিয়েই সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিবের দায়িত্ব বুঝে নিলেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাকে বহিষ্কার করেছিলেন। জানা গেছে, সংসদে এমপি হিসাবে শপথ নিয়েই রওশন মসীহকে দলে টানার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

চার মাস আগে মসীহকে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত করা হয়। পরে তিনি যোগ দিয়েছেন বহিষ্কৃত আরেক নেতা কাজী জাফর আহমদের নেতৃত্বে নবগঠিত  জাতীয় পার্টিতে এবং বাগিয়ে নিয়েছিলেন মহাসচিবে পদটি।
জানা গেছে, রওশন এরশাদের সঙ্গে কথাপাকা হওয়ার পর দুই দিন আগেই কাজী জাফরের  দল থেকে তিনি পদত্যাগ করেন। জাতায় পার্টির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে মহীহ দলে ফেরা এবং রওশন এরশাদের রাজনৈতিক সচিব করার কথা স্বীকার করেছেন।
কাজী জাফর ও মসীহ দুজনই জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য ছিলেন। ব্যবসায়িক অংশীদার মসীহকে গত ১ নভেম্বর বহিষ্কারের পর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বন্দ্বের কাজী জাফরও বহিষ্কৃত হন। এরপর তারা আলাদা দল গঠন করেন।
আরও পড়ুন

সর্বশেষ