শুক্রবার, মে ৩১, ২০২৪
প্রচ্ছদজাতীয়বাধা দিলেও কালো পতাকা মিছিল করা হবে: রিপন

বাধা দিলেও কালো পতাকা মিছিল করা হবে: রিপন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, আগামীকাল বুধবার ১৯ দলীয় জোটের বিক্ষোভ ও কালো পতাকার মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সরকারকে আমরা বলতে চাই, যদি কোন কারণে আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়, তাহলে জেলায় জেলায় পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে এবং ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা মিছিল করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রিপন বলেন, গত ৫ জানুয়ারি একটি প্রসহনমূলক নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হতে যাচ্ছে একটি অবৈধ সরকার। এ নির্বাচন ও সংসদকে যতই আইনিভাবে বৈধ বলা হোক না কেন, এ সংসদ হচ্ছে একটি অবৈধ সংসদ। কারণ এ সংসদে জনগণের মৌলিক অধিকার ও আকাঙ্খার প্রতিফলন ঘটবে না।

তিনি অভিযোগ করেন, সরকার অধিকাংশ সময় বিএনপির কার্যালয় অবরোধ করে রাখার চেষ্টা করে এবং অধিকাংশ সময় বিএনপির অফিস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ করে রাখে।

আরও পড়ুন

সর্বশেষ