বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
প্রচ্ছদআরো খবর......তারেককে আত্মসমর্পণের নির্দেশ

তারেককে আত্মসমর্পণের নির্দেশ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়ে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিলগ্রহণ করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিলগ্রহণ করে আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতের মামলার নথিও জমা দিতে বলেছে হাই কোর্ট বেঞ্চ।

ঘুষ হিসাবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এই মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন গত ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেককে ওই মামলায় খালাস দেয়া হলেও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ১৭ নভেম্বর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ