শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউনবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক বসতে যাচ্ছে বৃহস্পতিবার

নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক বসতে যাচ্ছে বৃহস্পতিবার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক বসতে যাচ্ছে বৃহস্পতিবার সকাল ১০টায়। বুধবার তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ দফতরের দায়িত্বে থাকা এএফএম আমিনুল ইসলাম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার এ তথ্য জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

প্রথম বৈঠকের জন্য সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নতুন ব্রিফকেস, ফোল্ডার এবং বৈঠকের আলোচ্যসূচি পাঠানো হয়। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি ২৯জন মন্ত্রী, ১৭জন প্রতিমন্ত্রী এবং ২জন উপ-মন্ত্রীকে নিয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। পরদিন থেকেই মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীগণ সচিবালয়ে সংশ্লিষ্ট দফতরে অফিস করেছেন।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক হলেও মন্ত্রিসভা গঠনের ৫দিনের মাথায় নতুন মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ