শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট ম্যাচ

বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট ম্যাচ

ঢাকার মিরপুরে চলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। তবে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পিচ ও মাঠের বেশকিছু অংশ কাভার দিয়ে ঢাকা রয়েছে।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব পড়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে। ঢাকা টেস্টের প্রথম দিনেও মেঘাচ্ছন্ন আকাশ ছিল। যার কারণে ম্যাচ খেলা কম হয়। খেলা কম হওয়ায় দ্বিতীয় দিনে সময় এগিয়ে ৯টা ১৫মিনিটে খেলা শুরুর কথা ছিল। তবে এবার দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই দেরি হচ্ছে।

এদিকে ঢাকা টেস্টের প্রথম দিনটা স্পিনারদের জন্যই ছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আলোচনায় আসে মুশফিকের বিতর্কিত আউট নিয়ে। হাত দিয়ে বল থামাতে গিয়ে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের ৮ উইকেট-ই নিয়েছে স্পিনাররা।

বাংলাদেশের প্রথম ইনিংসের জবাব দিতে নেমে মহাবিপদে পড়ে কিউইরা। দিনের খেলা শেষ হওয়ার আগে ৫৫ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট। টাইগারদের ৫ উইকেট-ই নিয়েছেন দুই স্পিনার তাইজুল ও মিরাজ। 
আরও পড়ুন

সর্বশেষ