সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম ও বরিশাল মেরিন একাডেমি এর মধ্যে বিতর্ক প্রতিযোগীতা ও ফুটবল ম্যাচ...

চট্টগ্রাম ও বরিশাল মেরিন একাডেমি এর মধ্যে বিতর্ক প্রতিযোগীতা ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (বিএমএবি) ও বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (বিএমএসি) এর মধ্যে ১৮ সেপ্টেম্বর ২০২৩ সকালে চট্টগ্রাম মেরিন একাডেমির অডিটোরিয়ামে এক আন্ত: একাডেমি বিতর্ক প্রতিযোগীতা এবং বিকালে চট্টগ্রাম মেরিন একাডেমির ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএসি‘র কমান্ড্যান্ট নৌপ্রকৌ. সাজিদ হোসেন, সম্মানিত অতিথি ছিলেন বিএমএবি‘র কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান, (জি), এনইউপি,পিএসসি,বিএন।Pic Football-3

অন্যান্যদের মধ্যে ছিলেন- বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (বিএমএএস) সাবেক কমান্ড্যান্ট ও বিএমএসি‘র নৌশিক্ষা প্রধান (অ: দা:) ক্যাপ্টেন আই কে তৈমুর, বিএমএবি‘র লে: কমান্ডার জাকি আল ফাত্তাহ, (ট্যাজ), বিএন, লে: কমান্ডার কাজী সাদিকুজ্জামান পিয়াস, (ই), বিএন, বিএমএসি‘র লে: কমান্ডার রাশেদ নিজাম চৌধুরী, বিএমএবি‘র ক্যাপ্টেন সুজয় কুমার আচার্য, বিএমএসি‘র প্রধান প্রকৌশলী (অ: দা:) নৌপ্রকৌ. মো. আজিজুর রহমান, বিএমএসি‘র প্রধান শিক্ষা কর্মকর্তা খালেদ মাহমুদ, ক্যাপ্টেন মোহাম্মদ রিফাই চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল ফাহাদ, ইঞ্জিনিয়ার মেহেদী মারজান, এম আবু মাহমুদ, এম কামাল উদ্দিন, ইব্রাহিম মেহরাব অপি, মো. হাদী, মো. আজিজুল হক, বাংলাদেশ মেরিন একাডেমি কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রকাশ চন্দ্র দে, সেক্রেটারী সানাউর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ। উভয় অনুষ্ঠানে অর্গানাইজার ছিলেন বিএমএসি‘র এ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফা। আন্ত: একাডেমি বিতর্ক প্রতিযোগীতায় বিএমএসি দল চ্যাম্পিয়ন এবং বিএমএবি দল রানারআপ হয়। উভয় দলের ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রীতি ফুটবল ম্যাচে রেফারী ছিলেন বিএমএসি‘র শরীরচর্চা প্রশিক্ষক মো. মাহফুজুর রহমান এবং উক্ত খেলায় চট্টগ্রাম মেরিন একাডেমি ৬-২ গোলে বরিশাল মেরিন একাডেমিকে পরাজিত করেন। উক্ত খেলায় ০২ একাডেমির প্রায় ০৬ (ছয়) শত ক্যাডেট উপস্থিত থেকে খেলোয়াড়দের উŤসাহ প্রদান করেন। খেলা শেষে উভয় একাডেমির কমান্ড্যান্ট অংশগ্রহনকারী ০২দলের খেলোয়াড়কে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (বিএমএবি) এর কমান্ড্যান্ট মহোদয়ের নেতৃত্বে ২য় ব্যাচ ক্যাডেটদের  ১৭-২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে চট্টগ্রাম অঞ্চল (চট্টগ্রাম মেরিন একাডেমি, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড,চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কক্সবাজার) পরিদর্শনের অংশ হিসেবে প্রোক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ