শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে চকলেট বোমাসহ ৮ শিবিরকর্মী আটক

চট্টগ্রামে চকলেট বোমাসহ ৮ শিবিরকর্মী আটক

Ctg-Shibir-Atokনাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের টেরিবাজার থেকে পোস্টার, ব্যানার, চকলেট বোমাসহ আট শিবির কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়। টেরিবাজারের মদিনা গার্মেন্টসের উপরে কর্মচারীদের থাকার ঘরে থাকতো শিবিরের বেশকয়েকজন নেতাকর্মী। শনিবার রাতে উক্ত ভবনের ৪২টি কক্ষের মধ্যে ৩টি কক্ষে অভিযান চালিয়ে আট শিবির নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশকিছু পোস্টার-ব্যানার, গুলতি, লোহার রড, চকলেট বোমা উদ্ধার করা হয়। বিভিন্ন সময় এখানে বসেই শিবিরকর্মীরা নাশকতার পরিকল্পনা করতো বলে অভিযোগ পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের।

আরও পড়ুন

সর্বশেষ