বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েকর্মসূচি স্থগিত করল আওয়ামী লীগ

কর্মসূচি স্থগিত করল আওয়ামী লীগ

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগের বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে, একই কারণে বিএনপিও তাদের কর্মসূচি স্থগিত করে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পির স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে আয়োজিত শান্তি সমাবেশ স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক প্রাণহানির ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ শোক দিবস পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পূর্ব ঘোষিত রাজধানীর পল্লবীতে শান্তি সমাবেশ স্থগিত করা হলো।

একই সময়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার অনুরোধ জানিয়েছেন।

স্থগিত শান্তি সমাবেশটি মিরপুর সাড়ে ১১, পল্লবীর হারুন মোল্লাহ ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

এদিন সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচিও বাতিল করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। কর্মসূচির তারিখ পরে জানানো হবে বলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদার স্বাক্ষর করা এক চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে একই ঘটনায় বিএনপিও তাদের পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে বলেন,  ঢাকায় পদযাত্রার কর্মসূচি ছিল। এ কর্মসূচির তারিখ পরে জানানো হবে। মূলত ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক প্রাণহানির ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ