বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েলায়ন্স চক্ষু হাসপাতাল ও মেরিন সিটি মেডিকেল কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

লায়ন্স চক্ষু হাসপাতাল ও মেরিন সিটি মেডিকেল কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সঙ্গে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক গতকাল শনিবার স্বাক্ষরিত হয়েছে। লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে ক্লিনিক্যাল-একাডেমিক কার্যক্রম এবং স্নাতকোত্তর ডিগ্রী এমএস অফ্‌থ্যালমোলজি, ডিপ্লোমা-ইন-অফ্‌থ্যালমোলজি এবং বি.অপটোমেট্রি কোর্সের লেকচার, টিউটোরিয়াল ও ব্যবহারিক ক্লাস পরিচালনা এবং মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫ম বর্ষ এবং ইন্টার্নি শিক্ষার্থীরা লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অংশগ্রহণপূর্বক শিক্ষার মান উন্নয়নে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. মনিরুজ্জামান, অধ্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল, লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালের একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এডভাইজার এন্ড ডিরেক্টর ডা. মোহাম্মদ শরীফ, উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. সাইকুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ মজিবুল হক খান, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শামীমা সিদ্দিকা, সিসি ইউনিটের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জন কুমার নাথ, চক্ষু বিভাগের এসিস্‌টেন্ট প্রফেসর ডা. হালিমা আলম মৌসুমী ও গাইনী বিভাগের এসিস্‌টেন্ট প্রফেসর ডা. রাহেলা বানু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ