শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ১৩ জুন

বিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ১৩ জুন

BISWAJIT UPবিশ্বজিৎ হত্যা মামলায় ২১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মহানগর দায়রা জজ আদালত। সাক্ষ্য গ্রহণ হবে আগামী ১৩ জুন। এই ২১ আসামির সবাই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম।

অভিযোগপত্রে বলা হয়, মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাতে হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। মোট ৬০ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে।

গ্রেপ্তার আট আসামির মধ্যে রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক, রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম ও কাইয়ুম মিয়া টিপুকে অভিযোগ গঠনের আগে আদালতে হাজির করা হয়।

আসামিদের মধ্যে রাজন তালুকদার, ইউনুস আলী, ওবায়দুর কাদের তাহসিন, আজিজুর রহমান, আলাউদ্দিন, ইমরান হোসেন, মীর নূরে আলম লিমন, আল-আমিন, রফিক, কামরুল, তমাল, পাভেল ও মোশাররফ শুরু থেকেই পলাতক রয়েছেন।

গত বছরের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে দর্জির দোকানি বিশ্বজিতকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ