শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েতিন পার্বত্য জেলায় হরতাল চলছে

তিন পার্বত্য জেলায় হরতাল চলছে

bnimg-159052-2011-05-21পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব পাস করার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বাঙালিদের কয়েকটি সংগঠন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। কলেজ গেট এলাকায় টমটম চালকদের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ২ জন আহত হয়।

রাঙ্গামাটিতে দুপুরে পৌরসভা থেকে হরতাল সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা আশেপাশের কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, বান্দরবানেও পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ নামের সংগঠনগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ