ব্রাক্ষণবাড়িয়ার কসবা রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর প্রভাতি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্ট্রগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা। এতে ট্রেনের চারজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
কসবা রেল স্টেশনের মাস্টার প্রণব কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পাশ্ববর্তী রেল জংশন আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।