তারেক রহমানকে ফেরারী আসামি উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় গণগ্রন্থাগারে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আদালতের প্রতি তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভা আয়োজন করে।
তারেক রহমানের লণ্ডন সমাবেশ প্রসঙ্গে কামরুল বলেন, “মানি লন্ডারিং, একুশে আগস্টের গ্রেনেড হামলা এবং দুর্নীতির অভিযোগে তারেক রহামানকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু তিনি প্যারোলে মুক্তি নিয়ে বিদেশের মাটিতে বসে দেশের রাজনীতি নিয়ে মিথ্যাচার করছেন। আইনের চোখে তারেক রহমান একজন ফেরারী আসামি, আর কোন ফেরারী আসামি এভাবে কথা বলতে পারে না।”
প্রধান অতিথির বক্তব্যে সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “সব বিষয়ে উন্মুক্ত আলোচনা হবে। তবে তা শর্তহীনভাবে হতে হবে। আলোচনা হবে জাতীয় সংসদে। বাইরে আলোচনার আর কোন সুযোগ আর নেই।”
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে নাসিম বলেন, “জাতীয় নির্বাচনের অন্তর্বর্তী সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন মেরুদণ্ডহীন সরকারের কাছে ক্ষমতা দেওয়া হবে না।”
কোন দানবের হাতে গণতন্ত্রকে জীম্মি হতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।