শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়নতুন মুখের সন্ধানে

নতুন মুখের সন্ধানে

আশির দশকে এফডিসি নতুন মুখের সন্ধানে কার্যক্রম শুরু করে। কিš‘ অনেকদিন এ উদ্যোগ বন্ধ ছিল। শিল্পী সংকট কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন [এফডিসি], অন্তর শোবিজ ও এটিএন বাংলা আয়োজন করতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে-ফিল্ম স্টার সার্চ’ কার্যক্রম। গতকাল বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ‘তারকাযুদ্ধের জন্য তৈরি হও’ স্লোগান নিয়ে আগামী আগস্ট থেকে প্রতিযোগীদের নাম নিবন্ধন কার্যক্রম শুরু হবে। বিচারক হিসেবে থাকবেন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীত তারকা, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফারসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা। ২০১৪ সালের ফেব্র“য়ারিতে ফাইনালিস্ট ১০ জনকে নিয়ে দুবাইতে গালারাউন্ড অনুষ্ঠিত হবে বলিউড তারকা শাহরুখ খানের উপস্থিতিতে। সেরা জুটি বাংলাদেশের স্বনামধন্য পরিচালকের ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়া হবে।

গতকালের সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরীন চৌধুরী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, নির্মাতা চাষী নজরুল ইসলাম, অভিনেতা উজ্জ্বল, নাদের চৌধুরী ও অভিনেত্রী দিতি।

আরও পড়ুন

সর্বশেষ