শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সৌদি কলেজ ছাত্রীরা ৪ স্ত্রী রাখার পক্ষে

সৌদি কলেজ ছাত্রীরা ৪ স্ত্রী রাখার পক্ষে

ইন্টারন্যাশনাল ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

সৌদি নারীদের চিরকুমারীত্ব ঘোচানোর জন্যে দেশটির পুরুষদের চার স্ত্রী রাখার জন্যে আহ্বান জানিয়েছে দেশটির দাহরান অঞ্চলের একদল কলেজ ছাত্রী। টুইটারে তারা পুরুষদের চার বিয়ের পক্ষে প্রচারণা চালায়। তারা ইসলাম ধর্মের এ সংক্রান্ত বিধানের আলোকে এ ধরনের পদক্ষেপ নিতে ধনী ও শারীরিক দিক থেকে সক্ষম পুরুষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে এই প্রচারণার বিরোধিতা করেছেন সৌদির বিবাহিত মহিলারা। সামিয়া আল দানদাশি নামের এক সৌদি নারী বলেছেন, প্রত্যেক সৌদি পুরুষ যদি চারজন স্ত্রী রাখেন এবং তার প্রত্যেক স্ত্রী যদি গড়ে আট সন্তান জন্ম দেন তাহলে নারীদের চিরকুমারীত্ব সমস্যা সমাধানের পাশাপাশি এই দেশটির জনসংখ্যাও বেড়ে যাবে।
সৌদিতে চিরকুমারী মেয়েদের সংখ্যা বেড়েই চলেছে। এ সংখ্যা ২০১২ সালে ১০ লাখে উন্নীত হয়েছে বলে জানানো হয়েছে। দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, দেশটিতে ২০১১ সালে ৩০ বছর বয়সী অবিবাহিত নারীর সংখ্যা ছিল ১৫ লাখ ২৯ হাজার ৪১৮ জন।
আরও পড়ুন

সর্বশেষ