শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়হরতাল কর্মসূচি প্রত্যাহার না করায় প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

হরতাল কর্মসূচি প্রত্যাহার না করায় প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণ জানানোর পরও হরতাল কর্মসূচি প্রত্যাহার না করায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় দুই নেত্রীর মধ্যে ফোনালাপের পর বিএনপির প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, পূর্ব নির্ধারিত তিন দিনের হরতালের পর তারা সংলাপের বসতে চান।

বিএনপির বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাশা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

তিনি বলেন, “তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী দুঃখ পেয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরও তিনি আশা প্রকাশ করে বলেছেন বিরোধীদলীয় নেত্রী নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করবেন, হরতাল প্রত্যাহার করবেন।”

 

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় খালেদা জিয়ার সংলাপের উদ্যোগ নিতে সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে রবিবার থেকে তিন দিনের হরতাল ঘোষণা দেন।

এর পরদিন শনিবার বিএনপি চেয়ারপারসনকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

আরও পড়ুন

সর্বশেষ