সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়ইন্টারনেট প্রেম : যে ৫টি কাজে সতর্ক হবেন

ইন্টারনেট প্রেম : যে ৫টি কাজে সতর্ক হবেন

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বর্তমানে ইন্টারনেটে প্রেমের হার দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে ব্রেক আপের হারও। অতি সহজেই তরুণ-তরুণীরা অনলাইন ডেটিংয়ে মেতে উঠছেন। অনেকে আবার এ কারণে সমস্যাতেও কম পড়ছেন না। কাজেই অনলাইন ডেটিংয়ের আগে কিংবা চলমান মুহূর্তে যে ৫টি কাজ করবেন তা হল:
পরিচয় গোপন: শুরুতে নিজের পরিচয়ের আগা মাথা সব জানাবেন না। আগে দেখুন সম্পর্ক কতদূর এগুই।
তবে মিথ্যা না: মিথ্যা কথা বলার কোনো কারণ নেই। বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছু বলতে পারেন। কিন্তু তাতে প্রকৃত সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়।
আগেই ছবি শেয়ার নয়: সম্পর্ক বেশিদিন না গড়ানো পর্যন্ত নিজের ব্যক্তিগত ছবি শেয়ার করবেন না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটি আরো বেশি করে খেয়াল রাখতে হবে।
যৌন বিষয়ে বেশি আলাপ নয়: নিজেদের ভেতরে যৌনতা নিয়ে বেশি মাখামাখি করবেন না। আর ভুল করেও লাইভ চ্যাটে অশ্লীলতার প্রশ্রয় নিয়েন না। এতে যে কেউ আপনাকে রেকর্ড ভিডিও দেখিয়ে ট্র্যাপে ফেলতে পারেন।
দেখা করার জন্য খুব বেশি অস্থির হবেন না: অনেকেই কয়েকদিন অনলাইন ডেটিং করেই দেখা করার জন্য উসখুস করতে থাকেন। মনে রাখবেন, বেশ কিছুদিন কথা বলার পর যখন একজন আরেকজনকে কিছুটা বিশ্বাস করা শুরু করে তখনই কেবল দেখা করা উচিত। এর আগে দেখা করা উচিত নয়।

আরও পড়ুন

সর্বশেষ