রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়সমাবেশে বাধা দিলে ২৭ তারিখ থেকে কঠোর আন্দোলন : ১৮ দল

সমাবেশে বাধা দিলে ২৭ তারিখ থেকে কঠোর আন্দোলন : ১৮ দল

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

২৫ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশে বাধা দিলে ২৭ তারিখ থেকে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ১৮ দল। রবিবার ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত সাড়ে ১০টায় বৈঠক শেষ হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও মির্জা আব্বাস, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী ও জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদওয়ান উল্লাহ শহিদীসহ ১৮ দলের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিরোধী জোটের পরবর্তী আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে জোটের এ বৈঠক ডাকা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সর্বদলীয় সরকারের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন

সর্বশেষ