আগামী ২৫ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগাহাট এলাকায় ওভারলোড কন্ট্রোল মেশিন উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন যোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, ‘অক্টেবরে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে।’
তিনি বলেন, ‘হরতাল দিয়ে কখনও সরকারের পতন হয়না। নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দল যেসব কথা বলছেন তা নিয়ে আলোচনা হতে পারে। এক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার সহায়ক ভূমিকা পালন করতে পারেন।’ রাজনৈতিক অস্থিরতায় দেশের সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান যোগাযোগ মন্ত্রী।
এসময় সাংবাদিকরা তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করলে যোগাযোগ মন্ত্রী বিষয়টি এড়িয়ে যান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যোগাযোগ মন্ত্রী সীতাকুন্ডের কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেন প্রকল্পের ১০ নম্বর প্যাকেজের উদ্বোধন করেন। এরপর মন্ত্রী বড় দারোগাহাট এলাকায় যান।