মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদআরো খবর...... দেশের স্বাধীনতা, অর্থনীতি রক্ষার স্বার্থে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পাড়ার আহ্বান

দেশের স্বাধীনতা, অর্থনীতি রক্ষার স্বার্থে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পাড়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

দেশে নির্বাচনী পরিবেশ না থাকার জন্য সরকার নৈরাজ্য সৃষ্টি করতে পারে  বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া । বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া ব্রিগেড নামের একটি সংগঠন আয়োজিত ‘আওয়ামী লীগের ৫ বছর ও বিপন্ন গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, বর্তমান নির্বাচন কমিশন এমনভাবে তফসিল দেবে যাতে তারা (আওয়ামী লীগ) পরাজিত হলেও যাতে ক্ষমতা হস্তান্তর করতে না হয় অথবা নতুন সংসদ বসতে না পারে।’

তিনি বলেন, যেনতেনভাবে নির্বাচনে ভারতের সমর্থনের আশায় দেশের স্বার্থের বিরুদ্ধে সুন্দরবন ধ্বংস করে এ বিদ্যুৎকেন্দ্র করার চেষ্টা করছেন।’ দেশের স্বাধীনতা, অর্থনীতি রক্ষার স্বার্থে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পাড়ার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. আবুল হোসেনের সভাপতিত্বে এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ