বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......আইসোলশেনে থাকা এক মুক্তিযোদ্ধার মৃত্যু

আইসোলশেনে থাকা এক মুক্তিযোদ্ধার মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে আইসোলশেনে থাকা এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। ৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

মৃত মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে রোববার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বিআইটিআইডিতে চিকিৎসা নিতে যান। ৬ এপ্রিল ভোরে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সন্দেহজনক মনে হলে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া বলেন, শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বিদেশ ফেরত নন। তার পরিবারে কেউ বিদেশ ফেরত নেই। তিনি বিদেশফেরত কারো সংস্পর্শেও আসেননি। করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি-না জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ