সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়৩২তম বিসিএসের গেজেট প্রকাশ

৩২তম বিসিএসের গেজেট প্রকাশ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

৩২তম বিশেষ বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণারয় এ প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্য দিয়ে এক হাজার ৬১৯ জনের বিসিএস ক্যাডারে নিয়োগ চূড়ান্ত হলো।

আদেশে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে কারিগরি ক্যাডারের প্রবেশপদে এক হাজার ৬১৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে কমপক্ষে চার মাসের প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ নেয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।

এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা, উপজাতি ও নারী কোটায় নিয়োগ দেয়া হয়।
আদেশে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসাবে কাজ করতে হবে। এই সময়ে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা হবে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর ৩২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ দিতে ২০১১ সালের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
আরও পড়ুন

সর্বশেষ