সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়দেশে নতুন আরও ৫ জন করোনায় আক্রান্ত

দেশে নতুন আরও ৫ জন করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করনোভাইরাসে (কোভিড-১৯) দেশে আরও নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনলাইন প্রেসব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, আজ করোনায় দেশে কোনো মৃত্যু হয়নি।

এদিকে কোভিড-১৯ এ বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত এ পরিসংখ্যান পাওয়া গেছে। আর এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ।

করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন সবার ওপরে। দেশটিতে দুই লাখ ৩৫ হাজার ৭৪৭ জনের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজার ৬২০ জনে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩০ জন। এর মধ্যে চীনে ৭৬ হাজার ৫৭১, স্পেনে ২৬ হাজার ৭৪৩, জার্মানিতে ২১ হাজার ৪০০, ইতালিতে ১৮ হাজার ২৭৮, ইরানে ১৬ হাজার ৭১১, ফ্রান্সে ১২ হাজার ৫৪৮, যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৮৪৯ ও দক্ষিণ কোরিয়ায় ৫ হাজার ৮২৮ জন।

আরও পড়ুন

সর্বশেষ