রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......এই সরকারের দিন শেষ, সবাই দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হন : বদরুদ্দোজা চৌধুরী...

এই সরকারের দিন শেষ, সবাই দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হন : বদরুদ্দোজা চৌধুরী

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এই সরকারের দিন শেষ। সবাই দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হন। দেশটা আপনাদের। উপস্থিত জনগণের উদ্দেশে আহ্বান জানান, আপনাদের ছেলের বউকে শেষ সুযোগ দিন। তবে তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রীর শুধু সরকারের সমলোচনা করলে হবে না। আমাদের সাথে আলোচনা করে জনগণের সামনে ধর্মীয়গ্রন্থ নিয়ে শপথ করে বলতে হবে দুর্নীতি, সন্ত্রাস করবো না। নিত্যপণ্যের দাম কমাবো। কিভাবে এটা করবেন তাও জনগণের সামনে স্পষ্ট করতে হবে। গতকাল বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বীরউত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, জাসদ (রব) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার সরকার, বিকল্প ধারার  কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুর রউফ মাওলা, ধুনট উপজেলা বিকল্প ধারার সভাপতি আবুল কালাম মাস্টার প্রমুখ। জনসভায় বগুড়া-৫ (ধুনট-শেরপুর) বিকল্প ধারার প্রার্থী হিসেবে বিকল্পধারার কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলীকে শপথ করান। ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী শেখ হাসিনার উদ্দেশে বলেন, তারা নিজেদের মামলা তুলে নিয়ে খালেদা জিয়াকে বলেন, সাজা পাওয়ার ভয়ে আদালতে যান না। শেখ হাসিনার সময়ে অন্যায়ের একটা রেকর্ড সৃষ্টি হয়েছে। টেন্ডারবাজি, লুটপাট, পদ্মা সেতুর দুর্নীতি, সন্ত্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, আট টাকার পিয়াজ একশ’ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। নির্বাচনের সময় এটা মনে করে দিবেন। ১১ বার বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। বি. চৌধুরী আরও বলেন, এই সরকারের দুর্বল পররাষ্ট্রমন্ত্রী। তিস্তার পানি আনতে পারলো না, সীমানা চুক্তি করতে পারলো না। আমাদের দেশের মধ্য দিয়ে ভারতের যাতায়াতের সব ব্যবস্থা করে দিয়েছে। এই সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের পায়ে ধরা। বি. চৌধুরী বলেন, সালাউদ্দিন কাদেরের বিচারের একদিন আগেই রায় প্রকাশ হয়। কোন সভ্য দেশে এটা হলে আইনমন্ত্রী পদত্যাগ করতেন। এমনই দেশ হাসিনা ও তার ছেলেদের মামলা তুলে নেয়া হয়। মামলা থাকে বিরোধীদলের নেতাকর্মীদের উপর। বিশেষ অতিথির বক্তব্যে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, এই জালিম সরকারের সঙ্গে জনগণের কোন যোগাযোগ থাকবে না। হাসিনার মতো নারীকে দিয়ে দেশ চলতে পারে না। প্রধানমন্ত্রীর সমালোচনা করায় এক শিক্ষকের সাত বছর জেল হয়েছে। অথচ শাহবাগে আল্লাহ্‌ রাসূলের সমালোচকদের সাত দিনেরও জেল হয় না। শাপলা চত্বরে আলেমদের এই জালেম সরকার হত্যা করেছে। প্রধান অতিথি বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে জনসভায় পৌঁছেন। বিকাল ৪টা ৪০ মিনিটে জনসভা শেষ করে হেলিকপ্টারযোগে ঢাকায় চলে যান।

আরও পড়ুন

সর্বশেষ