শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদখেলার সময়টেস্ট স্ট্যাটাস নিয়ে আইসিসির হুমকি

টেস্ট স্ট্যাটাস নিয়ে আইসিসির হুমকি

ICCটি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পরই টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন ক্রিকেট বিশ্লেষকেরা। সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি বেশি জনপ্রিয় হয়ে উঠতে থাকায় পাঁচ দিনের টেস্ট ম্যাচ বেশ খানিকটাই কোণঠাসা হয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। ক্রিকেটের আদিতম এই সংস্করণের এমন দুরবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। টেস্ট খেলুড়ে দেশগুলোকে আরও বেশি করে টেস্ট ম্যাচ খেলার পরামর্শ দিয়েছে তারা। এমনকি নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলা না হলে টেস্ট স্ট্যাটাসও কেড়ে নেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি।
প্রথমবারের মতো ভারত ও ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক অনিল কুম্বলে ও অ্যান্ড্রু স্ট্রাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল আইসিসির ক্রিকেট কমিটির সভা। সাম্প্রতিক সময়ে একদিনের ম্যাচ বা টি-টোয়েন্টিকে প্রাধান্য দিতে গিয়ে টেস্ট ক্রিকেটকে সরিয়ে রাখার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে এই সভায়। লর্ডসে দুদিনব্যাপী এই সভা শেষে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে উত্কণ্ঠা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিগত এক বছরে অন্য ফরম্যাটের খেলাকে প্রাধান্য দিতে গিয়ে টেস্ট ম্যাচ স্থগিত করার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। কমিটি সুপারিশ করছে, সব টেস্ট খেলুড়ে দলকেই চার বছরের সময়কালে একটা নির্দিষ্ট পরিমাণ টেস্ট খেলতে হবে, অন্যথায় তাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে চিন্তাভাবনা করা হতে পারে। আইসিসি ক্রিকেট কমিটি তিন ফরম্যাটের মধ্যেই একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। টেস্ট ক্রিকেটের ধারাবাহিকতা আলাদাভাবেই নিশ্চিত করার প্রয়োজনীয়তা আছে।’
এ বছরই ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিন্তু বাণিজ্যিক চুক্তির কথা চিন্তা করে টেস্টের জায়গায় একদিনের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনে বাধ্য হয় আয়োজকেরা। আগামী জুন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের জায়গায় অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেট প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

সর্বশেষ