রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদটপরূপপুরে বালিশকাণ্ডে দুর্নীতির প্রমাণ মিলেছে ।। ৫০ জনের শাস্তির সুপারিশ

রূপপুরে বালিশকাণ্ডে দুর্নীতির প্রমাণ মিলেছে ।। ৫০ জনের শাস্তির সুপারিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পে ৩৬ কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সোমবার সন্ধ্যায়, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয় হয়।

এতে, নির্বাহী প্রকৌশলীসহ ৫০ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আগামী রবিবার এই প্রতিবেদনের ওপর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

গত ১৯শে মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন সিটির আসবাবপত্র ক্রয়ের দুর্নীতির বিষয় তদন্ত চেয়ে রিট আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার রিটের শুনানিতে হাইকোর্ট গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়। এরপর প্রতিবেদন দাখিলের জন্য দুই দফা সময় নেয় রাষ্ট্রপক্ষ।

 

আরও পড়ুন

সর্বশেষ