বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনতফসিলের আগ পর্যন্ত পূর্ণ শক্তি নিয়ে থাকব: বনমন্ত্রী

তফসিলের আগ পর্যন্ত পূর্ণ শক্তি নিয়ে থাকব: বনমন্ত্রী

চট্টগ্রাম অফিসঃ (বিডিসময়২৪ডটকম)

নির্বাচনের তফসিল ঘোষণার পর বর্তমান সরকার অন্তবর্তী সরকারে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী ড.হাছান মাহমুদ। এর আগ পর্যন্ত বর্তমান সরকার পূর্ণ সক্ষমতা নিয়েই ক্ষমতায় থাকবে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর পতেঙ্গায় র‌্যাবের চট্টগ্রাম জোনের নতুন সদর দপ্তর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, ২৫ অক্টোবরের পর নাকি দেশের চরম নৈরাজ্য শুরু হবে। আমি বলতে চাই, ২৫ অক্টোবরের পর বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারে পরিণত হবেনা। যতক্ষণ পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হবে না, ততক্ষণ বর্তমান সরকার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে কাজ করবে। নির্বাচনের শিডিউল ঘোষণ‍ার পরই বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকারে পরিণত হবে।’

আরও পড়ুন

সর্বশেষ