মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েলাইসেন্স নিয়ে আইন মেনে ব্যবসা করতে হবে: তথ্যমন্ত্রী

লাইসেন্স নিয়ে আইন মেনে ব্যবসা করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে বাংলাদেশের আইন মানতে হবে। আইন অনুযায়ী বাংলাদেশে বিদেশি কোনো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। বুধবার সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার না করার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। তার পরও বিজ্ঞাপন প্রচার করায় পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিনি বলেন, সে নোটিশের প্রাথমিক জবাব দিয়ে বিস্তারিত জানাতে তারা আরও ১৫ দিন সময় চেয়েছে। এটি মঞ্জুর করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। বাংলাদেশে বিদেশি চ্যানেল বন্ধ করতেও চায় না। তবে আইন বাস্তবায়ন করতে চায়। দুটি ডিস্ট্রিবিউটর সংস্থা আইন ভঙ্গ করেছে, এর সঠিক ব্যাখ্যা না দিতে পারলে তাদের লাইসেন্স বাতিল বা দুই বছরের কারাদণ্ড বা আর্থিক দণ্ড হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ