সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচসিকের রাজস্ব সার্কেল অফিসে দুদকের অভিযান

চসিকের রাজস্ব সার্কেল অফিসে দুদকের অভিযান

চসিকের নেজারত শাখা থেকে ট্রেড লাইসেন্স বই নিয়ে রাজস্ব সার্কেল -৪ কর্মকর্তারা কৃত্রিম  সংকট দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ফি-আদায় ও নানা দুর্নীতি-অনিয়ম করছে এমন অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন ঐ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে দুদকের একটি টিম নিউমার্কেটস্থ রাজস্ব সার্কেল-৪ ‘র অফিসে এই অভিযান পরিচালনা করেছে। চসিক সূত্র জানায়,  সকালে দুদকের একটি টিম প্রথমে নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নেজারত শাখায় যায়। সেখানে নেজারত কর্মকর্তা মো শাহাদাতের কাছ থেকে রাজস্ব সার্কেল-৪ সর্বশেষ চালানে কয়টা ট্রেড লাইসেন্স বই সংগ্রহ করেছে এই তথ্য  সংগ্রহ করেন।

পরবর্তীতে দলটি প্রধান রাজস্ব কর্মকর্তার সঙ্গে অভিযোগ নিয়ে কথা বলেন। এরপর বেলা ১২টার দিকে দুদক টিম নগরীর নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৪ এর কার্যালয়ে অভিযান শুরু করে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, গ্রাহকের কাছে কৃত্রিম সংকট দেখিয়ে রাজস্ব সার্কেল-৪ কর্মকর্তা-কর্মচারিরা বাড়তি টাকা আদায় করেন বলে অভিযোগ পেয়েছি। তাই অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ