রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদটপ৩৭তম বিসিএস (স্বাস্থ্য) ডাক্তারদের যোগদান

৩৭তম বিসিএস (স্বাস্থ্য) ডাক্তারদের যোগদান

৩৭ তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারের নব নিয়োগপ্রাপ্ত ৩০৬ জন সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন ০৭/০৪/২০১৯ইং তারিখ সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য ভবন, টিবি গেইট, মহাখালী, ঢাকায় যোগদান প্রত্র দাখিল করেন। যোগদান শেষে নবনিয়োগকৃত কর্মকর্তাগণের তিন দিনের ওরিয়েন্টেশন কর্মশালার প্রথম দিন অদ্য দুপুর ০১ ঘটিকা থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল অডিটরিয়াম, টিবি গেইট, মহাখালী ঢাকাতে অনুষ্ঠিত হয়। স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসাবে এই তিন দিনের কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তবে তিনি নব নিয়োগ প্রাপ্ত ডাক্তারকে কর্মস্থলে সঠিক দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন এবং সরকারের স্বাস্থ্য বিষয়ক পবরবর্তী ০৫ বছরের পরিকল্পনা তাদের কাছে তুলে ধরেন। আগামী কাল ০৮/০৪/২০১৯ সোমবার দুপুরে স্বাস্হ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি তাদের বরন করে নেবেন এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
তিন দিনের ওরিয়েন্টেশন কর্মশালা শেষে তাহাদের স্ব স্ব পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। এই তিন শতাধিক চিকিৎসক যোগদান করায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্বাস্হ্যকেন্দ্রে যে জনবল বিশেষত: চিকিৎসকদের ঘাটতি তা পূরনে কিছুটা সহায়ক হবে। ঢাকা ও চট্রগ্রাম ব্যতিত দেশের ০৬টি বিভাগের সকল উপজেলায় ন্যুনতম ০৪ জন চিকিৎসক সংখ্যা নিশ্চিতকল্পে পদায়নের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। প্রত্যাশা করা যাচ্ছে যে, নবীন এই চিকিৎসকগণ তাদের কষ্টার্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জনকল্যান কাজে লাগাবেন এবং স্বাস্হ্য বিভাগের ব্যবস্থাপক এবং স্থানীয় জনগণ তাদের সেবাদানে সর্বাত্নক সহায়তা করবেন।

আরও পড়ুন

সর্বশেষ