রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ৩১

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ৩১

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপয়েন্টে ৩১ জন আটক হয়েছে। বিজিবি জানিয়েছে, সোমবার সকাল ৬টার দিকে যাত্রিবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফে বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানিয়েছেন, তারা দালালের মাধ্যমে নৌপথে মালয়শিয়া যাওয়ার জন্য টেকনাফে আসছিলেন।

তিনি জানান, দালালরা তাদেরকে মালয়েশিয়া পৌঁছে দিতে পারলে জনপ্রতি ২ লাখ টাকা করে নেয়ার চুক্তি করেছিল। সোমবার রাতের কোনো এক সময়ে টেকনাফ উপকূল থেকে তাদেরকে মালয়শিয়ার পথে ট্রলারে তুলে দেয়ার কথা ছিল।

বিজিবি কর্মকর্তা শফিকুর জানান, আটককৃতদের মধ্যে নরসিংদী জেলার ১৮ জন, ঝিনাইদহের চারজন, নারায়ণগঞ্জের চারজন, বগুড়ার একজন এবং যশোরের চারজন রয়েছে। তিনি জানান, তাদেরকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এক দালালকে চিহ্নিত করে টেকনাফ থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ