রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদফিচারপ্রথম ডেটিংয়ে...

প্রথম ডেটিংয়ে…

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

প্রথম ডেটে অনেকেই যেন থতোমতো হয়ে থাকে। ডেটে গিয়ে চারপাশের সিনারি কিম্বা লোকজনের দিকে না তাকিয়ে সামনের মানুষটিতে মজে থাকুন। কেউ দেখছে কিনা, এসব না ভেবে, এদিক ওদিক না তাকিয়ে সামনের মানুষটির সৌন্দর্য আবিষ্কারের মন দিন। চোখে চোখ রেখে, মনের কথা বলে ফেলাটাই এখানে ভাল। তবে মনে রাখবেন, আপনি একদৃষ্টিতে তাকিয়ে থাকার প্রতিযোগীতায় যাননি! সাবলীলভাবে কথা বলা বা শোনার সময়ে চোখে চোখ রাখুন। বড্ড বেশি নার্ভাস লাগলে, একটু থেমে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ফের চালান কথা আর উপকথন! থামবেন না, মনের মধ্যে সদ্য গজিয়ে ওঠা বিরক্তিগুলো সরিয়ে আবার শুরু করুন, ডেটটা সফল করুন।
কথাবার্তার মধ্যে স্বচ্ছতা রেখে সোজা কথা সহজভাবেই বলা শ্রেয়। ধরে নিন, এই মুহুর্তে আপনার চাকরি নেই।আপনার ডেটে জীবিকা নিয়ে কথা উঠলে, আপনার আগের বস্ বাজে ছিল না, আপনার আগের চাকরির ক্ষেত্রে পরিবেশ ভালো ছিল না বলে হুট করেই ছেড়ে দিয়েছেন চাকরিটা। এমনসব অবান্তর কথা না বলে, সোজা বলেদিন এই মুহুর্তে আপনি চাকরি খুঁজছেন কারণ, সম্প্রতি চাকরি ছেড়েছেন। দেখবেন সোজা কথায় কার্য হাসিল হবে। সব কথা সারুন সংক্ষেপে।
শেষ টিপস, অযথা কথার জাল বুনে বাড়িয়ে চলবেন না ডেট টিকে। শর্ট আর সুন্দর রেখেই সেরে ফেলুন।

আরও পড়ুন

সর্বশেষ