বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদটপটেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের একটি ইয়াবার (১০ হাজার পিস) চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ০৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের হোয়াইক্যং হোয়াইক্যং উলুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং বিওপির সুবেদার মো. আব্দুল জলিলের নেতৃত্বে অভিযানে নামে বিজিরি একটি টহলদল। এসময় তারা হোয়াইক্যং উলুবুনিয়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় বিজিবি সদস্যরা টেকনাফ থেকে হ্নীলাগামী একটি সিএনজিচালিত একটি অটোরিকশাকে থামানোর জন্য সিগন্যাল দেয়। সিএনজিটি থামলে একযাত্রী একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। তবে, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম মো. রফিক বলে জানা গেছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান আছাদুদ-জামান চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ