শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদখেলার সময়যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা

যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে যায় ভারত। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলংকা। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যুবাদের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পঞ্চম উইকেটে পেরেরাকে নিয়ে ৫৭ রান এরপর নিপুন ধননজয়ার সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন ফারনান্দো। ২২ ও ২৭ রান করে পেরেরা ও নিপুন ফিরে গেলেও ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান ফারনান্দো। তার ১২৯ বলে ৮ চার ও তিন ছক্কায় গড়া ১১১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেটে ১১৩ রান করা আফগানিস্তান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭৮ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক রহমতউল্লাহ। এছাড়া ৩৭ রান করেন ইজাজ। শ্রীলংকার হয়ে ২৪ রানে ৪ উইকেট নেন দুলশান।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৫০ ওভারে ২০৯/১০ (ফারনান্দো ১১১, ধননজয়া ২৭, পেরেরা ২২; আব্দুল রহমান ৩/৪২)।

আফগানিস্তান: ৪৮.৩ ওভারে ১৭৮/১০ (রহমতউল্লাহ ৪৬, ইজাজ ৩৭; দুলশান ৪/২৪)।

ফল: শ্রীলংকা ৩১ রানে জয়ী।

আরও পড়ুন

সর্বশেষ