শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদটপরাসিকের দায়িত্ব নিলেন মেয়র খায়রুজ্জামান লিটন

রাসিকের দায়িত্ব নিলেন মেয়র খায়রুজ্জামান লিটন

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়রের দায়িত্ব নিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় সিটি করপোরেশনের ৪০ জন কাউন্সিলরও দায়িত্ব নেন। দায়িত্বগ্রহণের সময় মেয়র রাজশাহীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের গ্রীন প্লাজায় সিটি করপোরেশন আয়োজিত অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহীর সাংসদরা, সরকারি দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদসহ বিভিন্ন স্তরের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের বিগত পরিষদের প্যানেল মেয়র আনোয়ারুল আজিম আজবের কাজ থেকে দায়িত্বগ্রহণ করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় সিটি করপোরেশনের ৪০ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরাও দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর লিটন বলেন, ‘রাজশাহীর উন্নয়নই আমার স্বপ্ন ও সাধনা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ শুরু করব। আশা করছি, সেবা ও মানে রাজশাহী সিটি করপোরেশন এশিয়ার সেরা জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে ২০০৮ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে বিএনপি নেতা বুলবুলের কাছে পরাজিত হন লিটন।

আরও পড়ুন

সর্বশেষ