বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউবিচারপতি হাসানকে মানা হয়নি, হাসিনাকেও মানব না : খালেদা

বিচারপতি হাসানকে মানা হয়নি, হাসিনাকেও মানব না : খালেদা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি কেএম হাসানকে মানা হয়নি, তাই আ’লীগ দলীয় প্রধান শেখ হাসিনাকে কেন নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে মানবো?”

সোমবার বিকেলে রাজশাহীতে ১৮ দলীয় জোটের সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। কিন্তু পরে জামায়াত তাদের বিপক্ষে চলে যাওয়ায় এখন তারা খারাপ হয়ে গেছে।

আওয়ামী লীগকে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধবিরোধী দল হিসেবেও আখ্যা দেন খালেদা জিয়া।

বেগম জিয়া বলেন, এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা যখন যা ইচ্ছা করছে। যখন যা খুশি আইন করছে। তারা দেশজুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা সরকারে গেলে সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

খালেদা জিয়া অভিযোগ করেন, প্রধানমন্ত্রী এত বেশি দুর্নীতি করেছেন যে এখন ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছেন। এজন্য তিনি আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছেন।

আরও পড়ুন

সর্বশেষ