বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সিলেটের ঘটনায় দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: সোহাগ

সিলেটের ঘটনায় দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: সোহাগ

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের  সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ ঘটনায় বিএনপি-জামায়াত দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

 সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

 সোহাগ বলেন, ‘গতকাল বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদ আহুত সমাবেশ চলাকালীন পাশেই ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় সমাবেশ থেকে কতিপয় অতি উৎসাহী প্রো-বিএনপি ও অতি বাম চেতনার কিছু কর্মী ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে অকথ্য ও অরাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছিল। ঠিক একইভাবে ছাত্রলীগের কিছু অতি উৎসাহী কর্মীও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে যা পরবর্তিতে সংঘর্ষে রূপ নেয়। যেখানে উভয় পক্ষ উভয়ের উপর হামলা করে।’

তিনি বলেন, এই ঘটনার সময় আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করেছে। তাৎক্ষণিকভাবে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের চৌধুরী সুফিয়ান সেখানে ছুটে গিয়েছেন এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের নিবৃত করে পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিল করে পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশ প্রহরায় সিপিবি-বাসদের সমাবেশ সমাপ্ত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে দেখা করে এ ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বাম-প্রগতিশীল আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। মৌলবাদবিরোধী ও অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের যুগপুৎ আন্দোলনেরও অভিজ্ঞতা রয়েছে।’

সিপিবি-বাসদের আহুত হরতালে বিএনপি সমর্থন দিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে দাবি করে সোহাগ বলেন, ‘ঘটনার পর পরই ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ সিলেট জেলা কমিটি বিলুপ্ত করেছে, যাতে আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমরা যখন সিলেট জেলা কমিটি বিলুপ্ত করেছি এবং আইন-শৃঙ্খলাবাহিনীকে আইনি ব্যবস্থা নেবার অনুরোধ করেছি ঠিক তখনই একটি বিশেষ মহল এ পরিস্থিতিকে ভিন্নভাবে রূপ দেয়ার চেষ্টা করেছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করে থাকবেন এ ঘটনায় হরতাল ও ভাঙচুরের মতো কর্মসূচি এবং তাতে বিএনপির সমর্থন রয়েছে।’

সিলেটে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমরা এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছেন। আমরা এ ঘটনায় সিপিবি-বাসদের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং দেশ ও জাতির স্বার্থে ধৈর্যসহকারে এই পরিস্থিতি মোকাবেলার অনুরোধ করছি। আমরা আশা করব, প্রগতিশীল আন্দোলনের নেতা-কর্মীরা কোনো পাতানো ফাঁদে পা দিবেন না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ হামলার দায় স্বীকার করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘এ হামলার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগে নেই। যে পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে, আমাদের সেই দায়িত্ব থেকে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং সংবাদ সম্মেলন করছি।’

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ কেন্দ্রীয় দফতর সম্পাদক শেখ রাসেলসহ বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ