শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ সংস্থা হিসাবে মমতা’র সিটি ফাউন্ডেশন পুরষ্কার লাভ

শ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ সংস্থা হিসাবে মমতা’র সিটি ফাউন্ডেশন পুরষ্কার লাভ

ঢাকা ১২ মে ২০১৮, ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে  সিটি ব্যাংকের মানব কল্যাণ সংগঠন সিটি ফাউন্ডেশন ২০১৭ সালে দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ সংস্থা হিসাবে মমতা’কে পুরস্কৃত করেছে। মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরলিংকস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা  রোকেয়া আফজাল রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি ডিরেক্টর, সিটি ব্যাংক এন এ. বাংলাদেশ এন.রাজাশেকারান(শেখর), সাজেদা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জাহেদা ফিজা কবীর, সিডিএফ এর নির্বাহী পরিচালক আব্দুল আওয়াল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ সংস্থা’র পুরস্কার গ্রহন করে আলহাজ্ব রফিক আহমদ বলেন মমতা’র ক্ষুদ্রঋণ কার্যক্রমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে মমতা সরকারের সহায়ক সংস্থা হিসেবে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যতিক্রমধর্মী অবদান রেখে চলেছে। তিনি বলেন শুধু অর্থ বা মূলধনের যোগান নয় বরং ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি, প্রাণি সম্পদ, হাঁস মুরগি পালন এবং আর.সি.সি ও টার্কি পালন ইত্যাদি কার্যক্রমে কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাকে টেকসই করার জন্য দক্ষ টেকনিক্যাল জনবলের মাধ্যমে মমতা তৃণমূল পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মমতা’র এ পুরষ্কার অর্জনে মমতাকে অভিনন্দন জানান এবং বলেন সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা যেভাবে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে তা প্রশংসার দাবিদার। আশা করি মমতা’র এ সাফল্য অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ