মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাটল ট্রেন আটকে দিল কোটা আন্দোলনকারীরা

শাটল ট্রেন আটকে দিল কোটা আন্দোলনকারীরা

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অবরোধ করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চবি শাখা। ১৪ মে সকাল আটটার শাটল ট্রেনটি যেতে দেয়নি তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে ৭টা থেকে নগরের ষোলশহর স্টেশনে অবস্থান নেন। এ সময় তারা রেললাইন অবরোধ করে রাখেন। ফলে বন্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল। ষোলশহরের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, সকাল ৭টা থেকে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনকারীরা ষোলশহর স্টেশনে অবস্থান নেন। ৮টার শাটল ট্রেনটি ছেড়ে যেতে চাইলে তারা বাধা দেন। ফলে সকাল থেকে কোনো শাটল বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যায়নি। পরিষদের চবি শাখার প্রধান সমন্বয়ক মো. আরজু বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়ায় সোমবার সারা দেশের মতো চবিতেও ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়েছে।শাটল ট্রেনও আটকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ