সবসময় ব্যতিক্রমী আর সময়কে ধরার চেষ্টা করে ‘ইত্যাদি’। এ দেশে আবেগতাড়িত হয়ে অনেকেই সাভার ট্রাজেডির পর অনেকে স্মরণ সংগীত বা ভিডিও তৈরি করেছেন। কিন্তু বিচ্ছিন্নভাবে এই আবেগের প্রতিফলন খুব একটা হয় না কখনও। বরং ট্রাজেডিকে কেন্দ্র করে শিল্পী-গীতিকারেরা নিজেদের প্রচারের কাজটি সারেন। কিন্তু ‘ইত্যাদি’ এবারে শ্রমজীবীদের মানুষদের উত্সর্গ করে বিশেষ একটি পর্ব তৈরি করল। এমনকি বেশ কিছু উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে এবারের ‘ইত্যাদি’তে। সেই অনুষ্ঠানের একটি দৃশ্যে গেয়েছেন সুবীর নন্দী ও সৈয়দ আব্দুল হাদী।