বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়দীপিকার রানী কপাল!

দীপিকার রানী কপাল!

Dipika

ক্যারিয়ারের শুরুতেই সাফল্য ছিল আকাশচুম্বী। বলিউড কিং শাহরুখের সহ-অভিনেত্রী হিসেবে সুযোগ পেয়ে ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয়ে প্রশংসিত হওয়ার পর থেকেই যেন পেয়ে গেছেন এক মহারানি কপাল। ছবিগুলো কেন্দ্রীয় চরিত্র এগিয়ে নিয়ে গেলেও বক্স অফিসের রেকর্ড কিংবা জনপ্রিয়তার তকমাটা যেন নিজের গায়েই লাগাচ্ছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে অভিনীত ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। এরইমধ্যে ছবিটির একাধিক গানের কারণে আলোচিত হয়েছে ছবিটি। বলিউড বোদ্ধারা এখনই আশা করছেন বক্স অফিসে ২০০ কোটি ছাড়িয়ে যাওয়ার পূর্ব সম্ভাবনা দেখা গেছে এই ছবিটিতে। যদিওবা পুরো ক্রেডিট একমাত্র রণবীর কাপুরের, কিন্তু সেই ক্রেডিট থেকে মোটেও বঞ্চিত নন দীপিকা পাড়ুকোন। শুধু তাই নয়, আসছে ঈদেও বলিউড বক্স অফিস দখলে থাকবে দীপিকার। কেননা, ঈদে যেকটি ছবি মুক্তি পাবে তার মধ্যে দীপিকার ছবিটিই হবে সবচেয়ে বেশি আলোচিত। কারণ শাহরুখ খানের সঙ্গে আবারও জুটি বেধে কাজ করেছেন এতে। আর সে সময় শাহরুখের পাশে অন্য কোনো খানের ছবিও মুক্তি পাচ্ছে না।

আরও পড়ুন

সর্বশেষ